শিক্ষা ডেস্ক
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গৌরবময় ফল অর্জন করেছে। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এ বছর মোট ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮১৪ জন। সম্মিলিত পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
শ্রেণিভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৮৬ জন, পাস করেছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করে ২২৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছে ২১০ জন।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের পরীক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমেরই এই অসাধারণ স্বীকৃতি।’
মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, গঠনমূলক একাডেমিক পরিবেশ, পাঠোন্নতির নিয়মিত মূল্যায়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার কারণেই মাইলস্টোন কলেজ ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করে যাচ্ছে।
অধ্যক্ষ মাইলস্টোন কলেজের প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান, যাদের সুপরিকল্পিত কর্মসূচি ও সময়োপযোগী দিকনির্দেশনা এই কৃতিত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গৌরবময় ফল অর্জন করেছে। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এ বছর মোট ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮১৪ জন। সম্মিলিত পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
শ্রেণিভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৮৬ জন, পাস করেছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করে ২২৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছে ২১০ জন।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের পরীক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমেরই এই অসাধারণ স্বীকৃতি।’
মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, গঠনমূলক একাডেমিক পরিবেশ, পাঠোন্নতির নিয়মিত মূল্যায়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার কারণেই মাইলস্টোন কলেজ ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করে যাচ্ছে।
অধ্যক্ষ মাইলস্টোন কলেজের প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান, যাদের সুপরিকল্পিত কর্মসূচি ও সময়োপযোগী দিকনির্দেশনা এই কৃতিত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৮ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে