Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের গাড়িতেই বাড়ি যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১: ২৮
বিশ্ববিদ্যালয়ের গাড়িতেই বাড়ি যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া বাসসহ মোট ২৮টি গাড়িতে করে ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থী বাড়ি যাচ্ছেন।

আজ শনিবার সকাল প্রায় সাড়ে ৮টায় রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশে বাসগুলো ক্যাম্পাস ছেড়েছে।

জানা যায়, লকডাউনের কারণে ঢাকায় আটকা পড়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ থেকে ১৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ যাচ্ছে, ১৮ জুলাই যাবে বরিশাল, খুলনা বিভাগ ও ১৯ জুলাই যাবে চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে।

JU-2রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় যাচ্ছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইমন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, এমন একটা উদ্যোগের জন্য।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আবদুলাহ আল মাসুদ বলেন, সকাল ৮টার পরে তিনটি বিভাগের বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। ছয়টি বাসে করে সিলেট বিভাগে ২৯৩, ১২টি বাসে করে রাজশাহী বিভাগে ৫০২ ও রংপুরে ৭১২ জন শিক্ষার্থী যাচ্ছেন। আজ মোট ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ২৮টি বাস যাচ্ছে তিনটি বিভাগে। এর মধ্যে ছয়টি বাস বিআরটিসির, বাকিগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত