Ajker Patrika

শিশুসন্তানকে বিদ্যালয়ে আনতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা, ক্লাসে নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১: ৫৯
শিশুসন্তানকে বিদ্যালয়ে আনতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা, ক্লাসে নয়

নিজের শিশুসন্তানকে বিদ্যালয়ে আনতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তবে সন্তানকে সঙ্গে নিয়ে ক্লাসে যেতে শিক্ষকদের নিরুৎসাহিত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মো. রাইহুল করিম।

অফিস আদেশে বলা হয়, শিক্ষকেরা তাঁদের ওপর অর্পিত দায়িত্বের ব্যত্যয় না ঘটিয়ে এবং বিদ্যালয়ের পরিবেশের কোনোরূপ বিঘ্ন না ঘটিয়ে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে পারবেন। তবে শ্রেণিকক্ষে শিশুসন্তানকে সঙ্গে না নিতে নিরুৎসাহিত করা হলো।

আরও বলা হয়, প্রয়োজনে শিক্ষকেরা বিকল্প সহযোগী সঙ্গে নিয়ে আসবেন। যদি সম্ভব হয়, তবে তিনি বিদ্যালয়ে বা বিদ্যালয়ের পাশে বিকল্প সহযোগীর সহায়তার অস্থায়ীভাবে ডে কেয়ারের ব্যবস্থা করবেন।

জানতে চাইলে অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মো. রাইহুল করিম বলেন, শিক্ষকদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ক্লাসে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ শিশুকে সঙ্গে নিয়ে গেলে ক্লাসের পরিবেশ বিঘ্নিত হতে পারে।

বিদ্যালয়ে শিশুসন্তানকে নিয়ে আসতে সায় দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন। তিনি বলেন, প্রাথমিকের ৬০ শতাংশ শিক্ষক নারী। তাঁরা শিশুসন্তানকে নিয়ে স্কুলে গেলে অনেক সময় কর্মকর্তারা বকাঝকা দিতেন। ফলে বাচ্চাদের দীর্ঘ সময় মায়ের সঙ্গ ছাড়া থাকতে হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত