Ajker Patrika

ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬%

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
ঢাবির ‘ক’  ইউনিটে পাসের হার ১০.৭৬%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। 

এর আগে গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাতটি বিভাগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৫০৫ জন। এতে পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। সে হিসাবে পরীক্ষায় ফেল করেছেন ৮৪ হাজার ৩৪০ জন। পরীক্ষায় ফেলের হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। 

শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট (www.admission.eis.du.ac.bd) থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Ka<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। 

‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মিফতাহুল আলম সিয়াম। ভর্তি পরীক্ষায় তাঁর স্কোর ৯৭ দশমিক ৭৫ শতাংশ। এইচএসসি ও এসএসসির ফলাফল মিলে ১১৭ দশমিক ৭৫ শতাংশ। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম। ভর্তি পরীক্ষায় তাঁর স্কোর হলো ৯২ দশমিক ৭৫ শতাংশ। এইচএসসি ও এসএসসির ফলাফলসহ মোট ১১২ দশমিক ৭৫ শতাংশ। তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস। ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৯১ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি ও এসএসসির ফলাফলসহ মোট স্কোর ১১১ দশমিক ৯৫ শতাংশ। 

সমন্বিত এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৯ নভেম্বর বেলা ৩টা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

এ ছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ‘ক’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মিহির লাল সাহা, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন। 

উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৯৫৭। এ ছাড়া ‘ক’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৮১৫টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত