Ajker Patrika

সম্পূর্ণ অর্থায়িত গেটস ফাউন্ডেশনের ৩০০ বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সম্পূর্ণ অর্থায়িত ৩০০ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বব্যাপী যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় দেশটির বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।

গেটস ফাউন্ডেশনের পূর্ণনাম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এটি বিল এবং মেলিন্ডা গেটের প্রতিষ্ঠিত একটি আমেরিকান বেসরকারি প্রতিষ্ঠান। ওয়াশিংটনের সিয়াটলে ২০০০ সালে প্রতিষ্ঠানটি চালু হয়। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত, দারিদ্র্যবিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করছে। এশিয়া-আফ্রিকার অনুন্নত দেশগুলোতে প্রতিবছর বিলিয়ন ডলার ব্যয় করে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা

গেটস স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি অর্জনে সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এ ছাড়া থাকছে আবাসনব্যবস্থা, বই ভাতা, পরিবহন ভাতা। বৃত্তির আওতায় ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের উচ্চ মাধ্যমিকের সনদ থাকতে হবে। উচ্চ মানের একাডেমিক স্কোর থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। এ ছাড়া বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

বৃত্তির মেয়াদ: ৪ বছর।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইয়েল বিশ্ববিদ্যালয় এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত