Ajker Patrika

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: ক্ল্যারেন্ডন স্কলারশিপ

সহায়িকা ডেস্ক
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: ক্ল্যারেন্ডন স্কলারশিপ

যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ। প্রতিবছর শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। 

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ফান্ডটি ২০০টির বেশি ফুল রাইড স্কলারশিপ দেয়। এই স্কলারশিপের মাধ্যমে সারা বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক লক্ষ্য অর্জন করতে সম্পূর্ণ বিনা খরচে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ লাভ করেন। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন সাবজেক্টে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • ন্যূনতম সিজিপিএ ৩.৭ থাকতে হবে।
  • অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে
  • যেকোনো সাবজেক্টে পড়াশোনা করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি এবং মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। 

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি মওকুফ
  • বার্ষিক প্রায় ১৫ হাজার ৬০৯ ইউরো থাকার খরচ দেওয়া হবে হবে।
  • পার্টটাইম শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।
  • ক্ল্যারেন্ডন স্কলারদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যোগদানের সুযোগ। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • অ্যাপ্লিকেশন ফরম
  • একাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট
  • পার্সোনাল স্টেটমেন্ট
  • রিসার্চ পেপার
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • রেকমেন্ডেশন লেটার
  • ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট 

আবেদনের প্রক্রিয়া
ক্যালেন্ডর স্কলারশিপের জন্য আপনাকে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের জন্য আবেদন করলেই এই স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। শর্টলিস্ট করার পর নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করে ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের শেষ সময়: জানুয়ারি, ২০২৩ (কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে) 
অফিশিয়াল ওয়েবসাইট

অনুবাদ: সাদিয়া আফরিন হীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত