Ajker Patrika

অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়েছে ছাত্রলীগ

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯: ৫৯
অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়েছে ছাত্রলীগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতা, মৌলবাদ ও জঙ্গিবাদকে উসকে দেওয়ার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার শহীদ মিনারে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও সমাবেশ শেষের সংগঠনটির বিক্ষিপ্ত কিছু নেতা কর্মী একপর্যায়ে কাজী মোতাহার হোসেন ভবনে অবস্থিত আইন বিভাগে অবস্থিত অধ্যাপক আসিফ নজরুল কক্ষে তালা লাগিয়েছে তারা। 

কক্ষে তালা লাগিয়ে সেখানে কিছু পোস্টার লাগিয়েছে তাঁরা। পোস্টারে উল্লেখ আছে, 'আইএসআই'র পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই' 'জামাত-শিবিরের দালাল আসিফ নজরুলের বিচার চাই' 'তালেবানের দালাল আসিফ নজরুলের বিচার চাই' 'রাষ্ট্রদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই'। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অধ্যাপক আসিফ নজরুল সামজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিয়েছে সেটা রাষ্ট্রদ্রোহী এবং প্রকাশ্যে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো। তাঁর এই স্ট্যাটাসকে কেন্দ্র করে দেশের তরুণ সমাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তালা লাগিয়েছে বলে আমি শুনেছি। তাতে ছাত্রলীগ সংহতি প্রকাশ করছে। অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রলীগের এই নেতা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, তালা লাগানোর বিষয়ে আমি শুনেছি। প্রক্টরিয়াল মোবাইল টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা আমরা এখনও জানি না। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রক্টর। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমার কক্ষে তালা লাগানোর বিষয়টি আমি জেনেছি। তবে কে বা কারা লাগিয়েছে ওই সব বিষয়ে আমি অবগত নই। 

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর গত ১৬ আগস্ট অধ্যাপক ড. আসিফ নজরুল তাঁর ভেরিফাইয়েড ফেসবুক পেজে লিখেন ' সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশও হতে পারে'। মূলত এ স্ট্যাটাসকে কেন্দ্র করে তালা লাগানো হয়েছে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত