Ajker Patrika

বেরোবির ২ শিক্ষার্থী পেলেন ইউএস-বাংলা সাহিত্য পুরস্কার

বেরোবি প্রতিনিধি
বেরোবির ২ শিক্ষার্থী পেলেন ইউএস-বাংলা সাহিত্য পুরস্কার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই তরুণ লেখক শিক্ষার্থী ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন পুরস্কার পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল-আমিন ইসলাম। 

এ বিষয়ে মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘আমি লেখালেখি করি কোনো পুরস্কার বা সম্মাননার জন্য নয়। তবুও যদি কোনো সম্মাননা পাওয়া যায় তখন ভালো লাগার বিষয় কাজ করে।’ 

আল আমিন ইসলাম বলেন, ‘বাংলাদেশ, ভারত এবং বাংলা ভাষী প্রবাসী লেখকদের লিখিত সাহিত্যের ১০০ টির মধ্যে আমার বইয়ের নাম থাকায় নিজেকে ধন্য মনে করছি। আমাদের মতো নবীন লেখকদের কাছে এ সম্মাননা অনেক বড় বিষয়।’ 

বেরোবির দুই তরুণ লেখক শিক্ষার্থী ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন পুরস্কার পেয়েছেন। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক উমর ফারুক বলেন, ‘মুকুল এবং আল আমিন দুজন দুই ধারার লেখক। আমি তাঁদের দুজনের লেখা পড়েছি। দুজনই অনেক ভালো লেখে। তাঁদের নিয়ে সমানে একটা বিশাল সম্ভাবনা কাজ করছে। আর এই সম্ভাবনাগুলোকে আরও উৎসাহিত করে সম্মাননা ও পুরস্কারপ্রাপ্তি। 

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন-সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইউএস-বাংলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা শাহ্ মো. সফিনূর, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রেজাউদ্দীন স্টালিন এবং ভারতীয় কবি ও নাট্যকার আরণ্যক বসু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত