শিক্ষা ডেস্ক
আজকের যুগে ইংরেজি শুধু একটি ভাষা নয়; বরং বিশ্বব্যাপী যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। পড়াশোনা, চাকরি, ভ্রমণ কিংবা প্রযুক্তি ব্যবহার—সব ক্ষেত্রে ইংরেজি জানা এখন জরুরি। কিন্তু বইয়ের গ্রামার পড়ে কিংবা পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই বাস্তবে ইংরেজি ব্যবহার করতে গিয়ে সংকোচে পড়েন।
দেশের জনপ্রিয় ইংরেজিবিষয়ক বই ‘মাস্টার’-এর লেখক মো. জাহাঙ্গীর আলম মনে করেন, ‘প্রাত্যহিক জীবনে ধাপে ধাপে কিছু কার্যকর কৌশল প্রয়োগ করলে সহজভাবে ইংরেজি শেখা সম্ভব।’ তাঁর মতে, নিয়মিত অনুশীলনই একমাত্র উপায়, যা মানুষকে বাস্তবে ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলে। এখানে তিনি উল্লেখ করেছেন প্রায়োগিক ইংরেজি শেখার ১০টি কার্যকর কৌশল।
শোনা ও অনুকরণ
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো শোনা। প্রতিদিন কিছু সময় ইংরেজি নিউজ, পডকাস্ট, ইউটিউব ভিডিও, সিনেমা বা গান শুনুন। শুধু শোনাই নয়, নেটিভ স্পিকারের টোন, উচ্চারণ ও ছন্দ অনুকরণ করার চেষ্টা করুন। উদাহরণ: How are you doing? বাক্যটি নেটিভদের মতো করে বারবার উচ্চারণের চেষ্টা করুন।
ছোট বাক্যে ভাব প্রকাশ
অনেকে আগে বাংলায় ভাবেন, তারপর ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করেন, যা সময়সাপেক্ষ এবং অস্বস্তিকর। বরং সরাসরি ইংরেজিতে ছোট ছোট বাক্যে ভাব প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন। উদাহরণ: It’s raining today.
দৈনন্দিন কাজে ইংরেজি ব্যবহার
আমাদের চার পাশের কাজগুলোই ইংরেজি শেখার চমৎকার উপকরণ। বাজার করা, রান্না করা, পড়াশোনা বা অফিসের কাজ, প্রতিটি কাজ ইংরেজিতে বলার চেষ্টা করুন। উদাহরণ: I’m cutting vegetables. অথবা Let’s go to the market.
প্রচলিত বাক্যাংশ শেখা
শুধু আলাদা শব্দ মুখস্থ নয়; বরং দৈনন্দিন প্রচলিত বাক্যাংশ শিখে ব্যবহার করুন। এতে ইংরেজি আরও সাবলীল শোনাবে। What’s up? (কী খবর?) Take your time. (সময় নিয়ে করো) No worries. (কোনো সমস্যা নেই)।
নিজের সঙ্গে কথা বলা
নিজেকে সঙ্গী করে অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। উদাহরণ: Today I woke up late. I’ll finish my homework after lunch.
লেখার অভ্যাস
লেখা ইংরেজি শেখার আরেকটি শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কয়েক লাইন ডায়েরি লিখতে পারেন। উদাহরণ: Today I went to the library. I read an interesting book about history.
জুটি অনুশীলন
বন্ধু বা সহপাঠীর সঙ্গে ছোট ছোট কথোপকথনের অনুশীলন করুন। একে অপরকে প্রশ্ন করুন, উত্তর দিন। উদাহরণ: A: Excuse me, can you tell me the time? B: It’s half past three.
শব্দভান্ডার ব্যবহার
নতুন শব্দ শিখে কেবল মুখস্থ রাখলে হবে না; বরং বাস্তব বাক্যে ব্যবহার করতে হবে। উদাহরণ: She is very generous to poor people. (এখানে generous শব্দটির ব্যবহার দেখানো হয়েছে।)
ভুলকে ভয় না পাওয়া
ভাষা শেখার পথে ভুল অবধারিত। ইংরেজি বলার সময় ভুল করলে ভয় পাবেন না; বরং ভুল থেকেই শেখা যায়।
নিয়মিত অনুশীলন
ইংরেজিতে দক্ষ হওয়ার মূল মন্ত্র হলো ধারাবাহিকতা। প্রতিদিন অন্তত ১৫-৩০ মিনিট নির্দিষ্ট সময় বের করে চর্চা করুন।
সংক্ষেপে বলা যায়, শোনা, বলা, লেখা এবং পুনরাবৃত্তি—এই চারটি ধাপকে যদি আমরা প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি, তবে প্রায়োগিক ইংরেজিতে দক্ষতা অর্জন করা কোনো কঠিন কাজ নয়। মো. জাহাঙ্গীর আলম স্যারের মতে, ‘ভাষা হলো ব্যবহারের বিষয়, বইয়ের পাতায় আটকে রাখার বিষয় নয়।’
অনুলিখন: মনিরুল ইসলাম
আজকের যুগে ইংরেজি শুধু একটি ভাষা নয়; বরং বিশ্বব্যাপী যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। পড়াশোনা, চাকরি, ভ্রমণ কিংবা প্রযুক্তি ব্যবহার—সব ক্ষেত্রে ইংরেজি জানা এখন জরুরি। কিন্তু বইয়ের গ্রামার পড়ে কিংবা পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই বাস্তবে ইংরেজি ব্যবহার করতে গিয়ে সংকোচে পড়েন।
দেশের জনপ্রিয় ইংরেজিবিষয়ক বই ‘মাস্টার’-এর লেখক মো. জাহাঙ্গীর আলম মনে করেন, ‘প্রাত্যহিক জীবনে ধাপে ধাপে কিছু কার্যকর কৌশল প্রয়োগ করলে সহজভাবে ইংরেজি শেখা সম্ভব।’ তাঁর মতে, নিয়মিত অনুশীলনই একমাত্র উপায়, যা মানুষকে বাস্তবে ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলে। এখানে তিনি উল্লেখ করেছেন প্রায়োগিক ইংরেজি শেখার ১০টি কার্যকর কৌশল।
শোনা ও অনুকরণ
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো শোনা। প্রতিদিন কিছু সময় ইংরেজি নিউজ, পডকাস্ট, ইউটিউব ভিডিও, সিনেমা বা গান শুনুন। শুধু শোনাই নয়, নেটিভ স্পিকারের টোন, উচ্চারণ ও ছন্দ অনুকরণ করার চেষ্টা করুন। উদাহরণ: How are you doing? বাক্যটি নেটিভদের মতো করে বারবার উচ্চারণের চেষ্টা করুন।
ছোট বাক্যে ভাব প্রকাশ
অনেকে আগে বাংলায় ভাবেন, তারপর ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করেন, যা সময়সাপেক্ষ এবং অস্বস্তিকর। বরং সরাসরি ইংরেজিতে ছোট ছোট বাক্যে ভাব প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন। উদাহরণ: It’s raining today.
দৈনন্দিন কাজে ইংরেজি ব্যবহার
আমাদের চার পাশের কাজগুলোই ইংরেজি শেখার চমৎকার উপকরণ। বাজার করা, রান্না করা, পড়াশোনা বা অফিসের কাজ, প্রতিটি কাজ ইংরেজিতে বলার চেষ্টা করুন। উদাহরণ: I’m cutting vegetables. অথবা Let’s go to the market.
প্রচলিত বাক্যাংশ শেখা
শুধু আলাদা শব্দ মুখস্থ নয়; বরং দৈনন্দিন প্রচলিত বাক্যাংশ শিখে ব্যবহার করুন। এতে ইংরেজি আরও সাবলীল শোনাবে। What’s up? (কী খবর?) Take your time. (সময় নিয়ে করো) No worries. (কোনো সমস্যা নেই)।
নিজের সঙ্গে কথা বলা
নিজেকে সঙ্গী করে অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। উদাহরণ: Today I woke up late. I’ll finish my homework after lunch.
লেখার অভ্যাস
লেখা ইংরেজি শেখার আরেকটি শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কয়েক লাইন ডায়েরি লিখতে পারেন। উদাহরণ: Today I went to the library. I read an interesting book about history.
জুটি অনুশীলন
বন্ধু বা সহপাঠীর সঙ্গে ছোট ছোট কথোপকথনের অনুশীলন করুন। একে অপরকে প্রশ্ন করুন, উত্তর দিন। উদাহরণ: A: Excuse me, can you tell me the time? B: It’s half past three.
শব্দভান্ডার ব্যবহার
নতুন শব্দ শিখে কেবল মুখস্থ রাখলে হবে না; বরং বাস্তব বাক্যে ব্যবহার করতে হবে। উদাহরণ: She is very generous to poor people. (এখানে generous শব্দটির ব্যবহার দেখানো হয়েছে।)
ভুলকে ভয় না পাওয়া
ভাষা শেখার পথে ভুল অবধারিত। ইংরেজি বলার সময় ভুল করলে ভয় পাবেন না; বরং ভুল থেকেই শেখা যায়।
নিয়মিত অনুশীলন
ইংরেজিতে দক্ষ হওয়ার মূল মন্ত্র হলো ধারাবাহিকতা। প্রতিদিন অন্তত ১৫-৩০ মিনিট নির্দিষ্ট সময় বের করে চর্চা করুন।
সংক্ষেপে বলা যায়, শোনা, বলা, লেখা এবং পুনরাবৃত্তি—এই চারটি ধাপকে যদি আমরা প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি, তবে প্রায়োগিক ইংরেজিতে দক্ষতা অর্জন করা কোনো কঠিন কাজ নয়। মো. জাহাঙ্গীর আলম স্যারের মতে, ‘ভাষা হলো ব্যবহারের বিষয়, বইয়ের পাতায় আটকে রাখার বিষয় নয়।’
অনুলিখন: মনিরুল ইসলাম
নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি অব অকল্যান্ড স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২০ মিনিট আগেনবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে নতুন মুখের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সবুজে ঘেরা এই শিক্ষাঙ্গনে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
১৫ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গাছতলায় ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুর্শেদুল ইসলাম পিটার।
১৬ ঘণ্টা আগে