শিক্ষা ডেস্ক
নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি অব অকল্যান্ড স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮৮৩ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ৬টি শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। ২০২৫ সালে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৫তম।
সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব অকল্যান্ড স্কলারশিপ-২০২৬-এর জন্য নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১০ হাজার নিউজিল্যান্ড ডলার (৭ লাখ ১৩ হাজার ৫১০ টাকা) দেওয়া হবে। এ ছাড়া এই অর্থ আসিয়ানভুক্ত দেশগুলো এবং ভারতীয় শিক্ষার্থীদের জন্য আরও বেশি হতে পারে। টিউশন ফির বাইরে বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মৌখিক এবং লিখিত ইংরেজি ভাষা দক্ষতা থাকতে হবে। স্নাতকের জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরের জন্য আবেদন করতে স্নাতকের সনদ এবং পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আপডেট করা জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ডিগ্রি সার্টিফিকেট, পাসপোর্টের কপি এবং বৈধ আইইএলটিএস পরীক্ষার সনদ।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
আইন অনুষদ, কলা অনুষদ, বিজনেস স্কুল, প্রকৌশল ও ডিজাইন, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ। এর বাইরে মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞানের কিছু বিভাগ রয়েছে। এগুলো হলো অ্যানেসথেসিওলজি, মেডিসিন, গাইনোকলজি ও প্রজননবিজ্ঞান, চক্ষুবিজ্ঞান, মনোরোগ চিকিৎসা এবং সার্জারি।
আবেদনের পদ্ধতি
আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া আসিয়ানভুক্ত দেশ ও ভারতীয় শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন লিংকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর, ২০২৫।
নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি অব অকল্যান্ড স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮৮৩ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ৬টি শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। ২০২৫ সালে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৫তম।
সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব অকল্যান্ড স্কলারশিপ-২০২৬-এর জন্য নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১০ হাজার নিউজিল্যান্ড ডলার (৭ লাখ ১৩ হাজার ৫১০ টাকা) দেওয়া হবে। এ ছাড়া এই অর্থ আসিয়ানভুক্ত দেশগুলো এবং ভারতীয় শিক্ষার্থীদের জন্য আরও বেশি হতে পারে। টিউশন ফির বাইরে বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মৌখিক এবং লিখিত ইংরেজি ভাষা দক্ষতা থাকতে হবে। স্নাতকের জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরের জন্য আবেদন করতে স্নাতকের সনদ এবং পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আপডেট করা জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ডিগ্রি সার্টিফিকেট, পাসপোর্টের কপি এবং বৈধ আইইএলটিএস পরীক্ষার সনদ।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
আইন অনুষদ, কলা অনুষদ, বিজনেস স্কুল, প্রকৌশল ও ডিজাইন, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ। এর বাইরে মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞানের কিছু বিভাগ রয়েছে। এগুলো হলো অ্যানেসথেসিওলজি, মেডিসিন, গাইনোকলজি ও প্রজননবিজ্ঞান, চক্ষুবিজ্ঞান, মনোরোগ চিকিৎসা এবং সার্জারি।
আবেদনের পদ্ধতি
আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া আসিয়ানভুক্ত দেশ ও ভারতীয় শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন লিংকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর, ২০২৫।
নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে নতুন মুখের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সবুজে ঘেরা এই শিক্ষাঙ্গনে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
১৭ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গাছতলায় ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুর্শেদুল ইসলাম পিটার।
১৭ ঘণ্টা আগেদীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু গঠিত হয়। এরপর মোট ১৪ বার নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে।
১ দিন আগে