Ajker Patrika

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮: ০৩
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা—গ্রামীণ ট্রাস্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছে। রাজধানীর উত্তরায় হবে এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা সংস্থা— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৯৮৯ সালে অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন ড. মুহাম্মদ ইউনূস। এই ট্রাস্ট দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক ব্যবসাকে ব্যবহার করে থাকে।

সূত্র বলছে, গত মাসের মাঝামাঝি ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে গ্রামীণ ট্রাস্ট। এরপর নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের সম্ভাব্যতা যাচাইয়ে ইউজিসিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সূত্র আরও বলছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য আবেদন করেছে একটি ব্যবসায়ী গোষ্ঠী। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের নাম ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) মোছা. রোখছানা বেগম গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। ইউজিসির প্রতিবেদন পেলে বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।’

প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের সত্যতা স্বীকার করে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন গত ২৮ জানুয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। শিগগির পরিদর্শন প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

ইউজিসি সূত্র বলছে, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, ইউজিসি পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া ও সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলাম। পরিদর্শনের সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। এর মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নানান জটিলতায় বাকি ৯টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। এসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা দিয়েছে ইউজিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত