Ajker Patrika

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টি তাইওয়ানের তাইপে শহরে অবস্থিত একটি গবেষণা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯২৮ সালে তাইহোকু ইম্পেরিয়াল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ১৯৪৫ সালে ‘ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির সর্বোচ্চ ৪০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ৬৪ হাজার ৯৫৩ টাকা) দেওয়া হবে। তাইওয়ানে যাওয়া-আসার জন্য বিমানের ১টি ইকোনমি-ক্লাস টিকিট দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা হিসেবে ৩০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ২৩ হাজার ৭১৩ টাকা) দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো জাতীয়তার আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের ভাষা দক্ষতা সনদ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আপডেট করা সিভি, অধ্যয়ন পরিকল্পনা (সর্বোচ্চ এক পৃষ্ঠার), ২টি সুপারিশপত্র, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও ভাষা দক্ষতার প্রমাণপত্র।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

পদার্থবিদ্যা, ভূগোল, ফার্মেসি বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং, যন্ত্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, প্রকৌশল বিজ্ঞান এবং সমুদ্র প্রকৌশল, উপাদান বিজ্ঞান ও প্রকৌশল, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কৃষি রসায়ন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রকৌশল।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত