নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে গিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরের এক বাড়িতে পাওয়া গেল সাতটি লাশ। পুলিশ বলছে, তাদের ধারণা, যে দুই কিশোরীকে তারা খুঁজছিল, ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। আইভি ওয়েবস্টার (১৪) এবং ব্রিটানি ব্রুয়ার (১৬) নামের দুই কিশোরীকে খুঁজছিল পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, সেখানে জেস ম্যাকফ্যাডেন নামে এক ব্যক্তিরও লাশ পাওয়া গেছে। তিনি চিহ্নিত যৌন অপরাধী। এই মেয়েরা তাঁর সঙ্গেই এখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য পুলিশ এখনো মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
স্থানীয় কর্মকর্তারাও বাকি চারটি লাশের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের বাসিন্দা জ্যানেট মায়ো (৫৯) বার্তা সংস্থা এপিকে বলেন, অন্য চারজন তাঁর মেয়ে হলি গেস (৩৫), নাতনি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মিশেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গেস (১৩)।
জ্যানেট মায়ো আরও বলেন, শেরিফের অফিস থেকে তাঁকে লাশ পাওয়ার কথা জানানো হয়েছে। কয়েক মাস আগে পর্যন্তও ম্যাকফ্যাডেনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না।
ওকলাহোমা হাইওয়ে প্যাট্রোল সোমবার (১ মে) আইভি ওয়েবস্টার ও ব্রিটানি ব্রুয়ারের সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। হলি গেসের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। গত সপ্তাহে তারা পরিবারের সঙ্গেই ছিল।
সোমবার সকালে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ায় আদালত ম্যাকফ্যাডেনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পরোয়ানা নিয়ে কর্তৃপক্ষ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেখানে তিনিসহ আরও ছয়টি লাশ পায়।
২০১৭ সালে এক নাবালককে কুপ্রস্তাব দেওয়া এবং নিজের হেফাজতে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে ম্যাকফ্যাডেনের বিচার চলছিল।
আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ হেনরিয়েটায় ম্যাকফ্যাডেনের বাড়িতে যায়। মাত্র প্রায় ৬ হাজার বাসিন্দার এই ছোট্ট শহরে ম্যাকফ্যাডেনের বাড়িতে গিয়ে সাতটি লাশ পায় পুলিশ।
অকমুলগি কাউন্টি শেরিফ এডি রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর ধারণা, আইভি ও ব্রিটানিকে পাওয়া গেছে। ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। কিন্তু নিশ্চিত হতে পোস্টমর্টেম করতে হবে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে গিয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহরের এক বাড়িতে পাওয়া গেল সাতটি লাশ। পুলিশ বলছে, তাদের ধারণা, যে দুই কিশোরীকে তারা খুঁজছিল, ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। আইভি ওয়েবস্টার (১৪) এবং ব্রিটানি ব্রুয়ার (১৬) নামের দুই কিশোরীকে খুঁজছিল পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, সেখানে জেস ম্যাকফ্যাডেন নামে এক ব্যক্তিরও লাশ পাওয়া গেছে। তিনি চিহ্নিত যৌন অপরাধী। এই মেয়েরা তাঁর সঙ্গেই এখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য পুলিশ এখনো মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
স্থানীয় কর্মকর্তারাও বাকি চারটি লাশের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের বাসিন্দা জ্যানেট মায়ো (৫৯) বার্তা সংস্থা এপিকে বলেন, অন্য চারজন তাঁর মেয়ে হলি গেস (৩৫), নাতনি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মিশেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গেস (১৩)।
জ্যানেট মায়ো আরও বলেন, শেরিফের অফিস থেকে তাঁকে লাশ পাওয়ার কথা জানানো হয়েছে। কয়েক মাস আগে পর্যন্তও ম্যাকফ্যাডেনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না।
ওকলাহোমা হাইওয়ে প্যাট্রোল সোমবার (১ মে) আইভি ওয়েবস্টার ও ব্রিটানি ব্রুয়ারের সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। হলি গেসের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। গত সপ্তাহে তারা পরিবারের সঙ্গেই ছিল।
সোমবার সকালে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ায় আদালত ম্যাকফ্যাডেনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। পরোয়ানা নিয়ে কর্তৃপক্ষ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেখানে তিনিসহ আরও ছয়টি লাশ পায়।
২০১৭ সালে এক নাবালককে কুপ্রস্তাব দেওয়া এবং নিজের হেফাজতে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে ম্যাকফ্যাডেনের বিচার চলছিল।
আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ হেনরিয়েটায় ম্যাকফ্যাডেনের বাড়িতে যায়। মাত্র প্রায় ৬ হাজার বাসিন্দার এই ছোট্ট শহরে ম্যাকফ্যাডেনের বাড়িতে গিয়ে সাতটি লাশ পায় পুলিশ।
অকমুলগি কাউন্টি শেরিফ এডি রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর ধারণা, আইভি ও ব্রিটানিকে পাওয়া গেছে। ওই লাশগুলোর মধ্যে তারাও আছে। কিন্তু নিশ্চিত হতে পোস্টমর্টেম করতে হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫