Ajker Patrika

হবিগঞ্জে ৬৯৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৮ 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ৬৯৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৮ 

হবিগঞ্জের বাহুবলে চোরাই পথে আনা ৬৯৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও ট্রাক থেকে এসব চিনি জব্দ করে র‍্যাব-৯। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার মধুখালি থানার মাঝকান্দি গ্রামের হাবিব মৌল্লিক (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পরমদ্ধপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২), সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল আহাদ (৪১), সিলেট জেলার গোয়াইনঘাট থানার ঘোরামারা গ্রামের আল কাউসার কয়েছ (২৭), ফরিদপুর জেলার সালথা থানার গোবিন্দপুর গ্রামের সিয়াম হোসাইন (২০), রাজবাড়ী জেলার পাংশা থানার মালঞ্চী গ্রামের ওহাব সেখ (৪৭), কুষ্টিয়া জেলার খোকসা থানার মোড়াগাছা গ্রামের তুষার শেখ (৩২) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার রতনপুর নিজগাঁও গ্রামের মোমিন মিয়া (৩৯)। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাই চিনি পাচার করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ‘কুরিয়ার সার্ভিস ২৪’ নামের প্রতিষ্ঠানের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৯৩ বস্তা চিনি জব্দ করা হয়। চিনিগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। এসব চিনির বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ৪ হাজার ৫০০ টাকা। 

জব্দ করা চিনি। ছবি: সংগৃহীতএ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯—এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এসআই লোকমান হোসেন এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার র‍্যাব উল্লিখিত পরিমাণ চিনিসহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে মামলা দিয়ে বাহুবল থানায় সোপর্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত