Ajker Patrika

পুকুরে হাঁস যাওয়া নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জ প্রতিনিধি
পুকুরে হাঁস যাওয়া নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়, কিছুদিন আগে মনতৈল গ্রামের ছক্কাই মিয়ার কয়েকটি হাঁস একই গ্রামের সুমন মিয়ার পুকুরে যায়। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন। 

আজ বিকেলে সুমন মিয়া বাড়ি থেকে ইজিবাইকে করে বুল্লা বাজার যাচ্ছিলেন। এই ইজিবাইকে বসা ছিলেন ছক্কাই মিয়াও। এ সময় বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। 

সন্ধ্যার দিকে বাড়ি ফিরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ থামায় এবং আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। 

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত