Ajker Patrika

৭–৮টি মোটরসাইকেলে এসে সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২: ১৬
৭–৮টি মোটরসাইকেলে এসে সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

সিলেটে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।৭–৮টি মোটরসাইকেলে এসে একদল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তাঁরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫), অপরজন শাহপরাণ এলাকার মো. মাজহার (২৬)। তাঁরা একই সঙ্গে ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৭–৮টি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী দুজনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, দুজনের রক্তনালিতে গুরুতর আঘাত রয়েছে। এজন্য তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা মেন্দিবাগ পয়েন্টে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কি কারণে, কারা কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত