Ajker Patrika

শ্রীমঙ্গলে চা–শ্রমিক নেতার স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো আরেক শ্রমিক

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) 
শ্রীমঙ্গলে চা–শ্রমিক নেতার স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো আরেক শ্রমিক

শ্রীমঙ্গলে চা শ্রমিকের প্রহারে প্রাণ হারিয়েছেন চা–শ্রমিক নেতার স্ত্রী। এ সময় শ্রমিক নেতার ছেলে এবং পুত্রবধূও আহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বাসার সামনে গরুর গোবর রাখার কারণে রূপবতী হাজরাকে গালিগালাজ করেন প্রতিবেশী লালবাহাদুর। রূপবতী শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী। লালবাহাদুর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হীরা লাল হাজরার ছেলে।

বিজয় হাজরার ছেলে সাধন হাজরা গালিগালাজ করার কারণ জানতে চাইলে লালবাহাদুর লাঠি দিয়ে তাঁকে মারতে শুরু করেন। তাঁকে রক্ষার জন্য বিজয় হাজরার স্ত্রী ও পুত্রবধূও এগিয়ে যান। এ সময় লালবাহাদুর ও তাঁর পরিবারের অন্য সদস্যরাও চড়াও হন। তাঁদের লাঠির আঘাতে বিজয় হাজরার স্ত্রী রূপবতী হাজরা, ছেলে সাধন হাজরা ও পুত্রবধূ সাথী হাজরা রক্তাক্ত জখম হন।

বাগানবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। রূপবতীর অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপবতী ওরফে মেনা হাজরা (৫০)।

শ্রীমঙ্গল থানা ওসি আব্দুস ছালেক জানান, এ ব্যাপারে রাতেই বিজয় হাজরা বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তিন আসামিকে বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে মূল আসামি লালবাহাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন– লালবাহাদুর হাজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধনেশ্বরী হাজরা। আজ দুপুরে তাঁদের মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত