Ajker Patrika

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭ 

হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭ 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা হিরাজ মিয়াসহ (২৬) সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা কোনাবাড়ি ছালাম বাজার থেকে হিরাজকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে চুনারুঘাট থানা–পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। এ সময় তিনি বলেন, ডাকাতের কাছ থেকে আংশিক স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, গত ১৪ জানুয়ারি উপজেলার উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বালিয়ারী গ্রামের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খুরশেদ আলম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার রাতে ডাকাতির অন্যতম হোতা বিবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের হিরাজ মিয়া গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি হাতের বালা, দুটি স্বর্ণের নাকফুল, একটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ছোড়া উদ্ধার করা হয়। হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।  

এ বিষয়ে ওসি হিল্লোল রায় বলেন, গত ১৪ জানুয়ারি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির সময় যেসব মালামাল লুট করা হয়েছিল এর মধ্যে আংশিক পণ্য উদ্ধার করা হয়েছে। বাকি পণ্যগুলো উদ্ধার কাজ চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত