Ajker Patrika

দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, দেড় লক্ষাধিক টাকা জরিমানা 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ৫৫
দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, দেড় লক্ষাধিক টাকা জরিমানা 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির দায়ে ডিলারসহ ১০ মুদিদোকানিকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার ও বোগলাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বাংলাবাজারের ডিলার সালাহ্ উদ্দিনকে ১ লাখ টাকা, মুদি ব্যবসায়ী আব্দুস সামাদকে ৩০ হাজার টাকা, রইস উদ্দিনকে ২ হাজার টাকা, হেলাল উদ্দিনকে ২ হাজার টাকা, আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা, আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা, হাকিম আলীকে ৫ হাজার টাকা, বোগলা বাজারের আবুল হোসেনকে ২ হাজার টাকা, মতিউর রহমানকে ১০ হাজার টাকা ও মোশারফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ভোক্তা অধিকার আইনের ৩৮, ৫০, ৫১,৫২ ও ৫৩ ধারায় ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের আটার ডিলারকে সতর্ক করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আটা নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। 

ফয়সাল আহমেদ আরও বলেন, জব্দকৃত অন্য মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, দোয়ারাবাজার থানার এএসআই নোমালসহ প্রশাসনের লোকজন ও গণমাধ্যমকর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত