Ajker Patrika

অবরোধের ১৬ ঘণ্টা পর সচল বালিয়াডাঙ্গীর সকল সেলুন 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অবরোধের ১৬ ঘণ্টা পর সচল বালিয়াডাঙ্গীর সকল সেলুন 

নরসুন্দরকে মারপিটের ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সব কটি সেলুন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ১৬ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সেলুনগুলো পুনরায় খোলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি মগেন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারে একটি হোটেলে পরেশ শর্মা (৩৫) নামে এক নরসুন্দরকে কাঠ দিয়ে মারধর করেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী কামরুজ্জামান কলি। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরেশ শর্মা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় উপজেলার সেলুনগুলো বন্ধের ঘোষণা দেন মগেন শর্মা। এ ছাড়া বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সকল নরসুন্দর একত্রিত করে মারপিটের ঘটনার ন্যায় বিচার না পেলে মানববন্ধন, সংবাদ সম্মেলন করবেন বলে ঘোষণা দেন। এতে ভোগান্তিতে পড়েন চুল-দাঁড়ি কাটতে আসা সেবাগ্রহীতারা। 
 
এ বিষয়ে উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি মগেন শর্মা আজকের পত্রিকাকে বলেন, পরেশের কাছে দাঁড়ি কাটান স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী কামরুজ্জামান কলি। কাজে সমস্যা হয়েছে অভিযোগ তুলে পরেশকে কাঠ দিয়ে মারধর করেন তিনি। কাজের ভুল হতেই পারে এ জন্য প্রকাশ্যে এভাবে মারধর আমরা সহ্য করব না। 

সভাপতি আরও বলেন, গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে দুই দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সেলুনগুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আজ সকাল ১০টার পর সকল দোকান খোলা হয়েছে। 
 
অভিযোগ স্বীকার করে কাঁচামাল ব্যবসায়ী কামরুজ্জামান কলি গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, এটি তেমন কোনো ঘটনা না, ফাজলামি করেছিলাম। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে নরসুন্দর কল্যাণ সমিতির লোকজন জানিয়েছে। আশা করছি সমাধান হয়ে যাবে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, এ ঘটনায় নরসুন্দরের বাবা ও সংগঠনের লোকজন থানায় অভিযোগ জমা দিয়েছেন। আমরা ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত