Ajker Patrika

সৈয়দপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ২৬
সৈয়দপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক

নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার কিসামত কামারপুকুরের নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। 

পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী শহিদুল ইসলাম (২৮) ও শাশুড়ি তহুরা বেগমকে (৪৮) আটক করেছে। 

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সকালে ভ্যানচালক শহিদুল ইসলাম তাঁর স্ত্রী মুক্তা বেগমকে প্রহার করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনের সহায়তায় প্রতিবেশীরা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুক্তা বেগম সুস্থতা বোধ করলে পরিবারের লোকজন পুনরায় বাড়িতে নিয়ে আসেন। এরপর সকাল ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত