Ajker Patrika

পঞ্চগড়ে সংঘর্ষ: জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ 

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সংঘর্ষ: জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ 

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দায়েরকৃত ২৭টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। 

আজ শনিবার ভোরে তাঁকে হাফিজাবাদ ইউনিয়নের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশ জানায়নি। 

তবে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও র‍্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমন অভিযোগও নেই। নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ এলে গুরুত্ব দিয়ে দেখা হবে। 

শহরে ও আহমদিয়া সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আহমদিয়াদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের উত্তপ্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত