Ajker Patrika

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মামলায় সাক্ষী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ময়মন্তপুর গ্রামের রফিকুল ইসলামের কেনা জমি তোফাজ্জল হোসেন তাঁর দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করেন। রফিকুল ইসলাম এই ঘটনায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলা তাঁর এক স্বজন আমিনুল ইসলাম সাক্ষী হন। মামলার সাক্ষী হওয়ার কারণে ১৬ আগস্ট আমিনুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। 

এদিকে আমিনুল হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীকে আসামিরা শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুনজুয়ারা আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ বিষয়ে মুনজুয়ারা আক্তার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত