Ajker Patrika

নীলফামারীতে জমির সংক্রান্ত বিরোধে শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টা

প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮: ৫২
নীলফামারীতে জমির সংক্রান্ত বিরোধে শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টা

নীলফামারীঃ নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণীর ছাত্র আছেমুল বারী (১০) নামে এক শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাত ভাইদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলা সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বক্সিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

আহত আছেমুল বারী ওই এলাকার আনসার বাহিনীর সদস্য ময়নুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আহত শিশুর আছেমুল বারীর পিতার সঙ্গে তার চাচা জিকরুল হক, আব্দুল আজিজ, আব্দুস সামাদ ও নজরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন চলাচলের রাস্তা নিয়ে তার ছোট ভাই আইনুলের সাথে তার চাচা ও চাচাতো ভাই আলতাব হোসেন, আতিকুল ইসলাম ও মেহের জামানের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় জিকরুল হক খোন্তা দিয়ে শিশুটিকে আঘাত করে হত্যাচেষ্টা চালায়। পরে লোকজন ছুটে আসলে সবাই পালিয়ে যায়।

শিশুটির পিতা ময়নুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ আঘাত করা হয়েছে। তাদের ধারণা আমাদের যে কোন একজনকে হত্যা করতে পারলে আমাদের সব সম্পত্তি দখল নিতে পারবে। কারণ এর আগেও বহুবার আমাদের ওপর হামলা করেছে। আমি হামলাকারীদের উপযুক্ত বিচার চাই। তবে অভিযুক্ত জিকরুল হক বলেন, শিশুটিকে কুপিয়ে জখম করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সুবিধা নিতে সাজানো নাটক করা হয়েছে।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অমল চন্দ্র রায় জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, এ ব্যাপারে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। পুলিশ তদন্তের জন্য আজ শনিবার ঘটনাস্থলে গিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত