Ajker Patrika

ফুলবাড়ীতে জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ০৬
ফুলবাড়ীতে জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থসহ তাস খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল রোববার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নওদাবস গ্রামে মৃত মজিবর আলীর ছেলে সবুজ সরকার (৪৮), রজম আলীর ছেলে নুরুজ্জামান (৪২), মৃত জহুরুলের ছেলে আজম আলী (৪৮), আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুর মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ১০টায় উপজেলার বড়ভিটা এলাকার একটি বাঁশঝাড়ের ভেতরে তাসের গোপন আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ অর্থসহ তাস খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে রাতেই মামলা দায়ের করেন। পরে আজ সোমবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত