Ajker Patrika

স্বামী–শিশুকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে ৫ জন

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১: ৫৪
স্বামী–শিশুকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে ৫ জন

রংপুরে স্বামী ও শিশুকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। 
এর আগে, গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

আজ দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বসুনীয়া। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর নগরীর ২ নম্বর ওয়ার্ড হাজিরহাট এলাকার রানা (৩৩), জাহেদুল ইসলাম (৩২), বুলু হোসেন (২৫) আলমগীর হোসেন (৩১) ও শামসুল ইসলাম (৩২)। 

অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় টোকাই। তাঁরা পুরোনো জিনিসপত্র সংগ্রহ করে ভাঙারির দোকানে বিক্রি করতেন। গতকাল শনিবার বেলা ১টার দিকে রিকশাযোগে স্বামী ও সন্তানসহ (২) তারা কাগজ কুড়াতে বের হন। পথে হাজিরহাটের বটতলা এলাকায় ব্যবসায়ী জাহেদুল ইসলামের মালপত্র রাখার ঘরের কাছে পৌঁছালে মামলার আসামিরা তাঁদের চুরির মিথ্যা অপবাদ দেন। একপর্যায়ে তাঁদের জোর করে রিকশা থেকে নামিয়ে ওই ব্যবসায়ীর ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর স্বামী ও তাঁর কোলে থাকা শিশুকে আলাদা ঘরে আটকে রেখে আসামিরা ধর্ষণ করেন। 

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই নারী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বসুনীয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার সঙ্গে ছয়জন জড়িত ছিল। হাফিজুল (২৮) নামের ওই ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত