Ajker Patrika

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৬: ০৭
দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা 

দিনাজপুরের চিরিরবন্দরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাজেদুর রহমান মাজেদ (৩৪) নামে যুবলীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ।

নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুণ্টি এলাকার আজিমুল রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে ওসি বলেন, গতকাল দিবাগত রাতে আমতলী বাজারে মাজেদুর রহমানকে কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে লোকজন জড়ো হলে ওই যুবকেরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন যুবলীগের নেতাকে উদ্ধারের পর একটি ট্রাকে করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ওই স্থানে গিয়ে ৫টি মোটরসাইকেল জব্দ করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদকসংক্রান্ত ঘটনায় এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
 
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত