Ajker Patrika

দেড় ঘণ্টার ব্যবধানে কিশোর-কিশোরীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১: ২৩
দেড় ঘণ্টার ব্যবধানে কিশোর-কিশোরীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে দুই কিশোর–কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী ও বাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

নিহত কিশোর প্রতিপক্ষ রায় (১৭) দ্বাদশ শ্রেণির ছাত্র এবং রত্না রাণী (১৪) অষ্টম শ্রেণির ছাত্রী। এদিকে দুই কিশোর–কিশোরীর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রাজাগাঁও ইউপির চেয়ারম্যান খাদেমুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে খবর পাই এক কিশোর একটি লিচুবাগানের ভেতরে ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে আমি ঘটনাস্থলে যাই। তখন একটি আমগাছের মগডাল থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ নামানো হয়। এর দেড় ঘণ্টা পরে খবর আসে পাশের এলাকায় বাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে ঘরে ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘স্থানীয়দের কয়েকজন তাঁকে জানিয়েছেন কিশোর প্রতিপক্ষের মরদেহ দেখতে এসেছিলেন রত্না। পরে বাসায় এসে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয়দের ধারণা—তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের জের ধরেই আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি—দুই কিশোর ও কিশোরী আত্মহত্যা করেছে। ঠিক কী কারণে তাদের এ আত্মহনন, সে বিষয়ে অনুসন্ধান চলছে। উভয়ের অভিভাবকের সঙ্গে কথা হয়েছে। কিশোর ও কিশোরীর মধ্যে সম্পর্ক রয়েছে কি না, এ বিষয়ে তারা কিছুই জানেন না। আজ (মঙ্গলবার) মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত