Ajker Patrika

ট্রেনের টিকিট কিনে দ্বিগুণ দামে বিক্রি, ২ কালোবাজারি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
ট্রেনের টিকিট কিনে দ্বিগুণ দামে বিক্রি, ২ কালোবাজারি গ্রেপ্তার

দিনাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কিনে সেগুলো দ্বিগুণ দামে বিক্রির দায়ে ২ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার মুদিখানা এলাকার আব্দুস সামাদের ছেলে রুস্তম আলী (৪৫) ও সদর উপজেলার মির্জাপুর সুইহারী এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক (৫৫)। 

দিনাজপুর রেলওয়ে ও দুদক সূত্রে জানা গেছে, ক্রেতা সেজে টিকিট করতে যান দুদকের দুজন কর্মকর্তা। এ সময় ওই দুই কালোবাজারি দিনাজপুর থেকে ঢাকার দুটি টিকিটের দাম ১ হাজার করে মোট দুই হাজার টাকা দাবি করেন। এ সময় দুদকের কর্মকর্তারা টিকিট ওই দামে কিনতে রাজি হলেও লেনদেনের সময় কালোবাজারিদের হাতেনাতে গ্রেপ্তার করেন। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছেন। দিনাজপুর রেলওয়ের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে। 

দিনাজপুর জিআরপি পুলিশের উপপরিদর্শক মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত