পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৮৬ গ্রাম ওজনের (৩৯১ ভরি ৪ আনা) পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট উদ্ধার করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গিঁরাগাঁও ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের রমজানপাড়া গ্রাম থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান।
লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘সোনা পাচারের গোপন সংবাদে আমাদের টহল দল সতর্কভাবে দায়িত্ব পালন করে। এতে চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে আনা সোনা ফেলে পালিয়ে যায়। সীমান্তের ৪১০ নম্বর মেইন পিলারের কাছে জমির কাটা ধান আঁটি বাঁধছিলেন তিন-চারজন শ্রমিক। এ সময় বিজিবির গিরাগাঁও বিওপির টহল দলের সন্দেহ হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।’
লে. কর্নেল যুবায়েদ হাসান জানান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর রিয়াদ ও গিঁরাগাঁও ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক হোসেনসহ বিজিবি সদস্যরা ধানের আটিঁর নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করেন। ওই প্যাকেট থেকে পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৮৬ গ্রাম (৩৯১ ভরি ৪ আনা)। পরে স্বর্ণের বারগুলো জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে নিয়ে পরীক্ষা করলে সেগুলো আসল বলে নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।
এই কর্মকর্তা আরও বলেন, ‘জমির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। জড়িতদের শনাক্তে কাজ করছি আমরা। এ ঘটনায় আটোয়ারী থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’ স্বর্ণের বারগুলো থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এর আগে গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ২২ কেজি ২৯ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার ও জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৮৬ গ্রাম ওজনের (৩৯১ ভরি ৪ আনা) পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট উদ্ধার করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গিঁরাগাঁও ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের রমজানপাড়া গ্রাম থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান।
লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘সোনা পাচারের গোপন সংবাদে আমাদের টহল দল সতর্কভাবে দায়িত্ব পালন করে। এতে চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে আনা সোনা ফেলে পালিয়ে যায়। সীমান্তের ৪১০ নম্বর মেইন পিলারের কাছে জমির কাটা ধান আঁটি বাঁধছিলেন তিন-চারজন শ্রমিক। এ সময় বিজিবির গিরাগাঁও বিওপির টহল দলের সন্দেহ হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।’
লে. কর্নেল যুবায়েদ হাসান জানান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর রিয়াদ ও গিঁরাগাঁও ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক হোসেনসহ বিজিবি সদস্যরা ধানের আটিঁর নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করেন। ওই প্যাকেট থেকে পাঁচটি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৮৬ গ্রাম (৩৯১ ভরি ৪ আনা)। পরে স্বর্ণের বারগুলো জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে নিয়ে পরীক্ষা করলে সেগুলো আসল বলে নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।
এই কর্মকর্তা আরও বলেন, ‘জমির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। জড়িতদের শনাক্তে কাজ করছি আমরা। এ ঘটনায় আটোয়ারী থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’ স্বর্ণের বারগুলো থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এর আগে গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ২২ কেজি ২৯ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার ও জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৮ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫