Ajker Patrika

চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৬: ৪৩
চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অটোচালক রাজু মিয়া (২০) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার দুপুরে সাদুল্যাপুর শহরে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মকলেছুর রহমান, উপজেলার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিপন বর্মণ, হত্যাকাণ্ডের শিকার রাজুর মা রাবেয়া বেগম, ভাই আজিজার রহমান, বুলু মিয়া, আশরাফুল ইসলাম আজিজার রহমান, লুৎফর রহমান প্রমুখ।

দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে রাজু মিয়া অটোরিকশা চালাতেন। দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে। এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রাজু মিয়া তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। একপর্যায়ে ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকা থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজু মিয়া সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত