Ajker Patrika

উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন গ্রেপ্তার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২: ৩১
উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও একই জেলার বোয়ালিয়া উপজেলার শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ২ হাজার ১৫২ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

পরে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত