প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও একই জেলার বোয়ালিয়া উপজেলার শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ২ হাজার ১৫২ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও একই জেলার বোয়ালিয়া উপজেলার শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ২ হাজার ১৫২ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
৪ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
১১ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫