Ajker Patrika

অপহরণের ২৭ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৯
অপহরণের ২৭ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

গত ৭ আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেরিপোটল গ্রামের বিয়ারা নূরনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার মীমকে অপহরণ করা হয়। অপহরণের ২৭ দিন পর মীমকে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেরিপোটল গ্রামের দুলাল তালুকদারের ছেলে রুনু তালুকদার (২৪) কে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অপহরনকারী রুনু এবং অপহৃত স্কুলছাত্রী সাদিয়া আক্তার মীম একই গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী রুনুকে গ্রেপ্তার করে কাজীপুর থানা পুলিশ। 

কাজীপুর থানা সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট সকালে অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয় মীম। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় সহপাঠী ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মীমের কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার। পরে ওই দিন রাতেই কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। 

পরদিন লোকমুখে তাঁর পরিবার জানতে পারে, মীমকে বিশেষ কৌশলে কাজীপুরের বেরিপোটল গ্রামের দুলাল তালুকদারের ছেলে রুনু তালুকদার (২৪) অপহরণ করে নিয়ে গেছে। রুনুর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মা-বাবা বিষয়টা স্বীকার করেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গত শুক্রবার রাতে মীমকে উদ্ধার ও রুনুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতেই অপহৃত ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে রুনুসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। 

কাজীপুর থানার ওসি পঞ্চ নন্দ সরকার জানান, গত শনিবার দুপুরে অপহরণকারী রুনুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত ওই স্কুলছাত্রীকে তাঁর মায়ের জিম্মায় রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত