Ajker Patrika

মটর ভাজার প্যাকেটে মিলেছে ইঁদুর 

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)
মটর ভাজার প্যাকেটে মিলেছে ইঁদুর 

রাজশাহীর পুঠিয়ায় মটর ভাজার একটি প্যাকেট খুলে ভেতরে মিলেছে পচা ইঁদুরের অংশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পুঠিয়া ডাউল মিলের সামনে এঘটনা ঘটে। এই নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
 
ভুক্তভোগী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমরা কয়েকজন বন্ধুরা মিলে লালনের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। সে সময় সকলে খাওয়ার জন্য ‘‘মাদার কোম্পানির’’ কয়েক প্যাকেট মটর ভাজা কিনি। এর মধ্যে একটি প্যাকেট খুলতেই দুর্গন্ধ বের হয়। পরে পুরো প্যাকেট খুলে ভেতরে দেখা যায় পচা ইঁদুরের অংশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী আশাদুল ইসলাম বলেন, মটর ভাজার প্যাকেটে পচা ইঁদুর বের হওয়ার খবর পেয়ে ওই দোকানের সামনে অনেক লোকজন জড়ো হয়। এরপর সকলের সামনে ওই মটর ভাজার প্যাকেট সংরক্ষণ করে রাখা হয়েছে। 

মাদার কোম্পানির মটর ভাজার প্যাকেটে মিলেছে পচা ইঁদুরদোকান মালিক লালন উদ্দিন বলেন, আমি নিয়মিত বিভিন্ন কোম্পানির খাবার কিনে বিক্রি করি। এই এলাকায় মাদার কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি আছেন। তাঁর কাছ থেকে ওই মটর ভাজা গুলো কিনেছিলাম। এর মধ্যে একটি প্যাকেটের ভেতরে পচা ইঁদুরের অংশ পাওয়া গেছে। বিষয়টি ওই বিক্রয় প্রতিনিধিকে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে অবহিত করেছেন। তবে এ বিষয়ে ভোক্তা অধিকারে জানানো হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত