Ajker Patrika

স্ত্রীর মাথার চুল কেটে প্রকাশ্যে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
স্ত্রীর মাথার চুল কেটে প্রকাশ্যে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতনের অপরাধে স্বামী রফিকুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই গৃহবধূর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। 

রফিকুল উপজেলার ছাতিয়নগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের শিয়ালগাড়ী পাড়ার মৃত ইবারত আলীর ছেলে। 

থানা-পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে প্রায় ১৮ মাস আগে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের শিয়ালগাড়ী পাড়ার মৃত ইবারত আলীর ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর ওই গৃহবধূ জানতে পারেন তাঁর স্বামী একজন বদমেজাজি এবং ইতিপূর্বে একাধিক বিয়ে করেছেন। তারপরও নিরুপায় হয়ে স্বামীর সংসার করতে থাকেন তিনি। কিন্তু রফিকুলের প্রতিবেশী ভাতিজা দুলু ফকির ভুক্তভোগী গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর অনুপস্থিতির সুযোগে দুলু ফকির ভুক্তভোগীর বাড়িতে ঢুকে চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ওই দিনই বেলা আড়াই টায় দুলুর ছোট ভাই হান্নান ফকির ওই গৃহবধূর বাড়িতে ঢুকে বড় ভাইয়ের ধর্ষণের বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে দিয়ে তাঁর সংসার ভেঙে দেবেন বলে হুমকি দিয়ে তিনিও তাঁকে ধর্ষণ করেন। পরবর্তীতে দুলু ফকির বারবার তাঁকে কু-প্রস্তাব দিলে বাধ্য হয়ে তিনি স্বামীকে ঘটনাটি জানায়। পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে গত বুধবার রাতে ওই দুই সহোদরকে আসামি করে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে বগুড়া জেল হাজতে পাঠায়। 

আরও জানা যায়, এ ঘটনায় প্রতিবেশীরা ভুক্তভোগীর স্বামী রফিকুল ইসলামকে স্ত্রী সম্পর্কে নানা ধরনের কথা বললে তিনি স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। এর জেরে আজ শুক্রবার তাঁর বাড়িতে তিনি স্ত্রীকে মারপিট করেন। একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দিয়ে পাড়া-মহল্লায় প্রতিবেশীদের সামনে ঘুরিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে রফিকুলকে গ্রেপ্তার করে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, শুক্রবার দুপুরে ওই গৃহবধূর দায়ের করা মামলায় তাঁর স্বামী রফিকুলকে গ্রেপ্তার করে বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত