Ajker Patrika

তাড়াশে একরাতে ৫ শ্যালো মেশিন চুরি

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ৪১
তাড়াশে একরাতে ৫ শ্যালো মেশিন চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে বোরো ধানের মাঠ থেকে এক রাতে পাঁচটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা মৌজায় ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান।  

ক্ষতিগ্রস্তরা হলেন- হাড়িসোনা গ্রামের আক্কাস আলী, আব্দুল আলিম, আব্দুল সালাম, আবু সাঈদ ও পাড়িল গ্রামের খাইরুল ইসলাম। 

হাড়িসোনা গ্রামের শামসুল আলম বলেন, 'দীর্ঘদিন ধরে এলাকার কৃষকেরা জমিতে শতাধিক মেশিন রেখে নির্বিঘ্নে সেচকাজ চালিয়ে আসছিলেন। কখনো পাহারা দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু হঠাৎ করেই গতকাল দিবাগত রাতে তাঁদের শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে অন্য কৃষকরাও শঙ্কিত হয়ে পড়েছেন।'   

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, পাঁচটি মেশিনের আওতায় থাকা প্রায় ১০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এখন আউশ রোপণের মৌসুমের প্রস্তুতি চলছিল। এই মুহূর্তে মেশিনগুলো চুরি হয়ে গেল। এখন জমিতে সঠিক সময়ে সেচ দিতে নতুন করে মেশিন কিনতে হবে। এতে করে বাড়তি খরচের মুখে পড়তে হবে।'    

তাড়াশ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.: ফজলে আশিক বলেন, এ বিষয়ের এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত