Ajker Patrika

এক ডজন মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এক ডজন মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

রাজশাহীতে মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই এক ডজন মামলা ছিল। নতুন করে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। এই নারীর নাম মোসা. জলি (৩৬)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া মহল্লায় তাঁর বাড়ি। জলি রফিকুল ইসলামের স্ত্রী। 

গতকাল শুক্রবার রাতে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল জলির বাড়িতে অভিযান চালায়। 

আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানায়। র‍্যাব জানায়, জলির বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত তিনি। 

র‍্যাব আরও জানায়, জলি বিভিন্ন সময় মাদকসহ গ্রেপ্তার হয়েছে। তাঁর বিরুদ্ধে ১২টি মামলাও ছিল। তারপরও তিনি মাদক কারবার ছাড়েননি। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত