Ajker Patrika

জয়পুরহাটে বিপুল ইয়াবা ও বুলেটসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
জয়পুরহাটে বিপুল ইয়াবা ও বুলেটসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট সদর (জয়পুরহাট): দুই হাজার পিচ ইয়াবা এবং বাংলাদেশ অরডিন্যান্স ফ্যাক্টরির প্রস্তুতকৃত ৭১টি বুলেটসহ সাবেক এক সেনা সদস্যকে গ্রেপ্তার করে। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে পৌরসভার আরামনগর এলাকা থেকে বকুল হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

বকুল সদর থানার পৌর শহরের আরামনগর মহল্লার মৃত অজিমুদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে ভিত্তিতে জয়পুরহাট পৌর এলাকার আরামনগরে বকুলের নিজ বাসায় অভিযান চালান জয়পুরহাট জেলা ডিবি পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম। এ সময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিচ ইয়াবা, ঘরের একটি স্টিলের আলমারির ভেতর থেকে বাংলাদেশ অরডিন্যান্স ফ্যাক্টরির প্রস্তুতকৃত মোট ৭১টি বুলেট, কার্তুজ রাখার প্যাকেট দুটি (বাংলাদেশ সেনাবাহিনীর লোগো এবং ‘সেভেন ব্ল্যাঙ্ক অ্যামো’, ‘কোয়াটি ২০ আরডি’, `টু বি রিটার্ন টু বফ’ লেখা), এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ, ৪০টি বেল্ট ও নেমপ্লেটসহ ইয়াবা রাখার নীল-সাদা জিপার (বায়ুরোধী পলিপ্যাক) এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সেলফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে জানা যায়, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (সেনা নম্বর: ৪০১২৮৯০) পদ থেকে ২০১৪ সালের ২১ জুন ৩০ বীর আলীকদম সেনানিবাস, বান্দরবান থেকে অবসর নেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, বকুল হোসেন কী উদ্দেশ্যে ওই সব জিনিসপত্র নিজ হেফাজতে রেখেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত