Ajker Patrika

চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৩ 

ধুনট (বগুড়া) প্রতিনিধি
চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৩ 

বগুড়ার ধুনট উপজেলায় এক অটোভ্যান চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন অটোভ্যান ছিনতাই চক্রের সদস্য। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনমুখী বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা অটোভ্যানটি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার পাইকপাড়া গ্রামের ঠান্ডু আকন্দ (৩৮), ধুনট উপজেলা বেলকুচি গ্রামের হাসান শেখ (২৮), কালেরপাড়া গ্রামের হোসেন রেজা সাগর (৩২)। আজ সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ধুনট উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মাহফুজার সরকারের ছেলে জুনায়েদ প্রামানিক (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার দুপুরের দিকে সে তার বড় ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ধুনট শহরে আসে। 

ধুনট শহরের জিরো পয়েন্ট থেকে অজ্ঞান পার্টির তিন সদস্য ঠান্ডু আকন্দ, হাসান শেখ ও হোসেন রেজা সাগর যাত্রীবেশে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠে। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে অটোভ্যান চালক জুনায়েদকে চেতনানাশক মিশ্রিত পানি খাওয়ায়। অটোভ্যান নিয়ে বেলকুচি গ্রামে পৌঁছালে জুনায়েদ অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তারা জুনায়েদকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন জুনায়েদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় অটোভ্যানের ব্যাটারি বিক্রির চেষ্টার সময় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে এবং অটোভ্যানটি জব্দ করে। 

এ ঘটনায় জুনায়েদের বাবা মাহফুজার সরকার বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা অটোভ্যানটি থানা হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা, হাসিনা সবচেয়ে অজনপ্রিয়: জরিপ

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত