Ajker Patrika

বদলগাছীতে ধানখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীতে ধানখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে ধান খেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০মি দুরে নদীর তীরের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম ছবি খাতুন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ৩টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধান খেতে ছবির মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান। এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত নারীর স্বামী বাবলু জানান, তাঁর স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিল। টাকার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলুর ছেলে সবুজ নেশা করতেন। প্রতিনিয়ত টাকার জন‍্য মা বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো তার। এলাকাবাসীর ধারণা টাকার জন্যই ছবিকে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে থানার ওসি আতিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান এটা পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকার জন্যই এ ঘটনা ঘটেছ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। সন্দেহভাজন ছবির ছেলে সবুজকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত