Ajker Patrika

নাটোরে ট্রাক-বাসে চাঁদাবাজি, গ্রেপ্তার ২৫ 

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৩
নাটোরে ট্রাক-বাসে চাঁদাবাজি, গ্রেপ্তার ২৫ 

নাটোরে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনের চাঁদাবাজির অভিযোগে চক্রের মূলহোতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জেলার সিংড়া, লালপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে, গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওইসব স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার মো. আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), মো. আকরামুল ইসলাম (৩৮), মো. এরশাদুল (৪৮), মো. বাবুল খান (৪৭), মো. মনসুর রহমান (৩৭), মো. মোজাহার (৫৫), বারেক সর্দার, মো. হাসান আলী (৫৬), মো. জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম (৩০), নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), সদর উপজেলার নবীনগর এলাকার মো. বাবু প্রামানিক (৩৫)।

গ্রেপ্তার বাকিরা হলেন নলডাঙ্গার বাশভাগ এলাকার মো. বেল্লাল হোসেন (৫৬), রাজশাহীর বোয়ালিয়া থানার মো. রুপস আলী (৪১), নলডাঙ্গা এলাকার মো. ফারুক (৩৬), সদর উপজেলার মো. রানা (২৮), মো. শাহাজাহান আলী (৬২), মো. আব্দুল খালেক (৬৫), মো. আজাহার শেখ (৫২), মো. আফজাল হোসেন (৬০), মো. রাইজুল ইসলাম (৩৫), মো. রেজাউল করিম (৩০), মো. উজ্জল হোসেন (২৮)।

কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার বলেন, পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে চাঁদা আদায় করত চক্রটি। চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রসিদ বইসহ ওই চক্রের ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত