Ajker Patrika

বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

সিরাজগঞ্জের তাড়াশে মানসিক ও বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১২। গতকাল বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার তরুণের নাম রবিন (২০)। তিনি তাড়াশ উপজেলার বিনশারা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২০ মে ওই তরুণীর মায়ের এক নিকট আত্মীয় মারা যাওয়ায় কারণে তিনি মেয়েকে বাড়ি রেখে যান। এ সময় বাড়িতে ওই নারীর শাশুড়ি ও ভাশুর ছিলেন। দাফনকার্য শেষে রাতে তরণীর মা বাড়ি ফিরে আসলে শাশুড়ি জানায় রবিন তাকে (তরুণীকে) ধর্ষণ করে পালিয়ে গেছে। পরে এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে তাড়াশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

পরবর্তীতে র্যাব-১২ মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত