Ajker Patrika

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫: ৩১
নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 
 
আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১২ জুলাই রেজাউল করিম বাড়িতে এসে রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) সঙ্গে সাংসারিক বিষয়ে ঝগড়া করেন। একপর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি স্ত্রীকে মারতে থাকেন। পরে পেটে চাকু ঢুকিয়ে দেন। এ সময় গুরুতর জখম হয়ে ফৌজিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্তানেরা ঘটনাস্থলে এসে মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যান। 

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় হত্যা মামলা করেন। অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিলনা এলাকায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত