Ajker Patrika

যাত্রী সেজে অটোরিকশা নিয়ে চম্পট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ১১
যাত্রী সেজে অটোরিকশা নিয়ে চম্পট

পাবনার ভাঙ্গুড়ায় যাত্রী সেজে উঠে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের বড়াল ব্রিজ রেলস্টেশন বাজারে এ ঘটনা ঘটে। অটোরিকশাটির চালক একজন শিশু। তার নাম স্বপন (১২)। চাটমোহর পৌর শহরের মথুরাপুরে তার বাড়ি।

ভাঙ্গুড়া থানা ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় দুই ব্যক্তি চাটমোহর রেলবাজার থেকে তার অটোরিকশাটি ভাড়া নেয়। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তারা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা বাজারে গিয়ে সেখানে দীর্ঘক্ষণ বিশ্রাম নেয়। পরে সন্ধ্যায় সেখান থেকে রওনা দিয়ে ভাঙ্গুড়ায় গিয়ে পৌঁছায়য়। ওই সময় যাত্রীদের একজন চালক স্বপনের কাছ থেকে অটোরিকশার চাবি নিয়ে গাড়িতেই বসে থাকে। এ সময় আরেকজন স্বপনকে চা খাওয়ার কথা বলে বেইলি ব্রিজের ওপর নিয়ে যায়। এই সুযোগে কৌশলে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় যাত্রী সেজে থাকা দুর্বৃত্ত।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত