Ajker Patrika

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫: ০১
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম নফির শাহ (৫০)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নফির তাঁর নিজ বাড়িতে স্ত্রী লতিফুনকে (৪২) গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় লতিফুনের ভাই মোজাম্মেল হক নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে আদালত এই রায় দেন। এ সময় মামলার এজাহারভুক্ত অপর আসামি হেমলতাকে খালাস দেন আদালত। রায়ের সময় তাঁরা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সামসুর রহমান ও মোজাহার আলী এবং আসামিপক্ষে মামলাটি শুনানি করেন আইনজীবী জাহিদুল ইসলাম ও আবু হায়াত রানা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সামসুর রহমান বলেন, এই রায় থেকে অনেকেই শিক্ষা নেবেন। সেই সঙ্গে আদালত ও দেশের আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত