Ajker Patrika

শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ভাঙচুর দুর্বৃত্তের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৮
শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ভাঙচুর দুর্বৃত্তের

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের নবনির্মিত সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 

গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীরের অংশে এই ঘটনা ঘটে। 

শেরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী লিয়াকত হোসেন জানান, প্রাচীরের ওই অংশটি রোববার বিকেলে নির্মাণ করা হয়। রাতে এর পাশেই উপজেলা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে নৈশপ্রহরী প্রাচীর ভাঙার বিষয়টি লক্ষ্য করে তাঁদের জানান। 

খবর পেয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইউএনও সুমন জিহাদী জানান, উপজেলা পরিষদের চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় এই এলাকায় মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলত। তাই উপজেলা পরিষদের অর্থায়নে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। কাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে। 

ইউএনও আরও জানান, সোমবার সকালে ভাঙা অংশটুকু পুনর্নির্মাণ করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত