Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

নাটোর প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১: ৩৮
প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের (৪৮) বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত ফিরোজ আহমেদ নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

মামলার নথিতে ছাত্রীর মা অভিযোগ করেন, ‘আমাদের ধর্ম আত্মীয় বানিয়ে বাড়িতে যাতায়াত করতেন ফিরোজ আহমেদ। গতকাল এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে আমার মেয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমাদের এক আত্মীয় জানান, সকালে প্রধান শিক্ষক ও তাঁর ভাই একটি মাইক্রোবাসে করে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে রাজশাহীতে নেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, এর আগেও ওই শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজ আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বারবার কল কেটে দেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত