Ajker Patrika

ময়মনসিংহে চাচার বল্লমের আঘাতে ভাতিজির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৬: ২৬
ময়মনসিংহে চাচার বল্লমের আঘাতে ভাতিজির মৃত্যু

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে চাচার বল্লমের আঘাতে ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম হোসনা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে এবং অভিযুক্ত মইদর আলী সরকারের ভাতিজি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত হোসনা আক্তারের বাবা মৃত জাহির উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তাঁর চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এসব নিয়ে দুই পরিবারের কথা-কাটাকাটির একপর্যায়ে মইদর আলী ছেলেদের নিয়ে দেশি অস্ত্রসহ হোসনা আক্তারের পরিবারের ওপর হামলা করেন। এ সময় মইদর আলীর বল্লমের আঘাতে হোসনা গুরুতর আহত হন। এ ছাড়া হোসনার বোন হাসনাসহ চারজন আহত হন। পরে তাঁদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত