Ajker Patrika

যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি
যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই

ময়মনসিংহে ছুরি দেখিয়ে অটোরিকশার যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃত অটোরিকশা চালকের নাম কাঞ্চন মিয়া। তিনি সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. কামাল হোসেন নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তাঁর বোনকে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। ডাক্তার দেখানোর পর পাটগুদাম ব্রিজ মোড়ে আসার জন্য চড়পাড়া থেকে অটোরিকশায় ওঠেন। এ সময় যাত্রীবেশে দুই ছিনতাইকারী একই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি আলীয়া মাদ্রাসা রোড এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী ছুরি বের করে যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। চলে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া যাত্রীদের কিছু ভাড়া দিয়ে যেতে বললে ছিনতাইকারীরা ১০০ টাকা দিয়ে চলে যান। 

এ ঘটনার পর যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইয়ের সহযোগিতা করার অভিযোগে অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছিনতাইকারী ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত