Ajker Patrika

অনুমতি নিয়ে এখানে আইছস তোরা: সাংবাদিকদের ভূমি কর্মকর্তা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২: ৩১
অনুমতি নিয়ে এখানে আইছস তোরা: সাংবাদিকদের ভূমি কর্মকর্তা

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনায় ঘটে। এ বিষয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই সাংবাদিক।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান। জানা গেছে, পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ধাক্কা দিয়ে ভূমি অফিস থেকে বের করে দেওয়া হয়। 

ভুক্তভোগী সাংবাদিকেরা বলেন, ‘গতকাল দুপুরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “কে অভিযোগ করেছেন, তাঁর নামে মানহানির মামলা করব। আমার অফিসে সাংবাদিক আসলে ইউএনও অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে।‌ অনুমতি নিয়ে এখানে আইছস তোরা?” পরে ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে তিনি চেয়ার থেকে উঠে তাঁর কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।’

রকিব হাসান বলেন, ‘গতকাল দুপুরে ভূমি অফিস কার্যালয়ের সামনে দিয়ে মেলান্দহ পৌর শহরে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি ভূমি কার্যালয়ে জমিসংক্রান্ত ও ঘুষ কেলেঙ্কারি নিয়ে বাগ্‌বিতণ্ডা চলছে। তখন ওই ভূমি অফিসে যাই আমরা। সেখানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণ ও‌ তাঁর দরজা বন্ধ করে ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে আমাদের ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন তিনি।’

সাকিব আল হাসান বলেন, ‘ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে কয়েক দিন আগেই ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ করেন মুক্তা বেগম নামে এক নারী। গতকাল দুপুরে ভূমি অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে দেখি বাগ্‌বিতণ্ডা  চলছে। তখন আমরা ওই ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে অসদাচরণ করেন।’

মুক্তা বেগম বলেন, ‘পাঁচ শতাংশ জমি খারিজ (নামজারি) করতে আমার কাছে থেকে ৬ হাজার টাকা নিয়েছেন ছানাউল।’ 

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’

মেলান্দহ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ আগেও শুনেছি। গতকালের ঘটনায় প্রশাসন ব্যবস্থা না নিলে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মানববন্ধন করা হবে।’ 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি। ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ দুপুরে মানববন্ধনের আয়োজন করবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত